অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৭:০৬
দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। তিনি তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার নিশ্চিত করেছেন, তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপি একটি অভ্যর্থনা কমিটি গঠন করেছে। কমিটির সদস্যসচিব ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, এই প্রত্যাবর্তন হবে ঐতিহাসিক, এবং কমিটি এটি স্মরণীয় করার জন্য কাজ করছে। অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ জানান, বিমানবন্দর থেকে তারেক রহমান কোথায় যাবেন এবং কোন রুট ব্যবহার করা হবে তা নির্ধারণের কাজ চলছে। জনদুর্ভোগ সৃষ্টি না করে নিরাপত্তার সঙ্গে অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তিনি আরও জানান, সারাদেশের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ২৪ ডিসেম্বর রাতের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা যায়। সাধারণ মানুষের মধ্যে তারেক রহমানকে একনজর দেখার ব্যাপক আগ্রহ রয়েছে, যা এই প্রত্যাবর্তনকে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ