অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৬:৫১
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী সাজেদুল ইসলাম লালু এবং তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লালু একাধিক হত্যা ও ডাকাতিসহ ২৫টির বেশি মামলার বিরুদ্ধে প্রমাণিত দোষী। গত বুধবার (১৭ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকার হাতিরঝিল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ থানার কাঁচপুর বালুর মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান পরিচালনা করে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত সাজেদুল ইসলাম লালু গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের মনির হোসেনের ছেলে। তার বিরুদ্ধে আলোচিত শ্যুটার মান্নান, হৃদয় বাঘ ও জহিরুল ইসলাম জয় হত্যাকাণ্ডসহ ২৩টিরও বেশি মামলা রয়েছে। অভিযানে গ্রেপ্তার হওয়া লালুর তিন সহযোগী হলেন— বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামের আলাউদ্দিন (৬৫), তার ছেলে শাকিল (২৩) এবং ভাই জসিম (৪৫)। তারা সবাই জহিরুল ইসলাম জয় হত্যা মামলার আসামি। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ