রাঙামাটির বিলাইছড়িতে প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করেছেন মুন্সিগঞ্জের হাসনাত জাহান


রাঙামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলায় প্রথমবারের মতো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন হাসনাত জাহান খান। বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা আগে পরিকল্পনা বিভাগে জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নিজ জেলা মুন্সিগঞ্জ। চলতি মাসের ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণের সঙ্গে সঙ্গেই তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উষ্ণ অভ্যর্থনা পান। পরে এক পরিচিতি সভায় তিনি সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। নবনিযুক্ত ইউএনও বলেন, “বিলাইছড়ি উপজেলার জনগণের কল্যাণ এবং সরকারের উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সততা ও আন্তরিকতার মাধ্যমে উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করি।”


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ