মুন্সীগঞ্জ জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ১৮ জন গ্রেফতার


মুন্সীগঞ্জে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে মুন্সীগঞ্জ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠপর্যায়ে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ। তার নির্দেশনার ধারাবাহিকতায় জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিয়মিত মামলা, পরোয়ানামূলে গ্রেফতার এবং মাদক ও অন্যান্য উদ্ধার সংক্রান্ত মামলায় মোট ১৮ জনকে আটক করা হয়। এর মধ্যে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ১৩ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।জেলা পুলিশ জানায়, অপরাধ দমন ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ