কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকের নির্বাচনি প্রচারণা থেকে দুইজন আটক


কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি প্রচারণা চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল তিনটার দিকে দেবীদ্বার এলাকায় নির্বাচনি প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে প্রচারণায় অংশ নেওয়া কয়েকজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের পর্যবেক্ষণে নেয়। একপর্যায়ে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তল্লাশি করা হয় এবং তাদের মধ্যে দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত করা হয়। তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় পুলিশ তাদের ছেড়ে দেয়। এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন বলেন, রবিউল ও সজিব নামে দুইজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে কোনো ধরনের অভিযোগ না থাকায় তাদের মুক্তি দেওয়া হয়।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ