অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৫:২৯
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জ সদর থানার বাংলাবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) বিকালে পুলিশ সুপার বাংলাবাজার ইউনিয়নের আওতাধীন বিভিন্ন নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে বাংলাবাজার ইউনিয়নে চুরি, ডাকাতি, দস্যুতা ও মাদকের বিস্তার রোধে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার লক্ষ্যে চরডুমুরিয়া বাজার, বকুলতলা, বাংলাবাজার ও পদ্মাপাড় সংলগ্ন এলাকাগুলো ঘুরে দেখেন পুলিশ সুপার। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। পুলিশ সুপারের এ পরিদর্শনকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ