অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৭ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৮:৪১
মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত ও সুস্থ যুবসমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে স্থানীয় সামাজিক সংগঠন ‘ডুলুগাঁও আলোর হাসি’র উদ্যোগে মঙ্গলবার বিকাল ৩টার দিকে ডুলুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মুন্সিগঞ্জের শিলগাঁও যুব সংঘ ও ময়মনসিংহের ভালুকা ইয়াং স্টার। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শিলগাঁও যুব সংঘ নির্ধারিত ওভারে ১১৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ভালুকা ইয়াং স্টার ১১৪ রান করতে সক্ষম হলে ৫ রানের ব্যবধানে পরাজিত হয়। এর মাধ্যমে শিলগাঁও যুব সংঘ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ভালুকা ইয়াং স্টার রানার্স আপ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স এ বি ফেব্রিক্সের ম্যানেজিং ডিরেক্টর মো. বিল্লাল হোসেন হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ডুলুগাঁও আলোর হাসি’ সংগঠনের সভাপতি মো. জামাল হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং আয়োজক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন এবং পুরো খেলা মনোরঞ্জন পরিবেশে উপভোগ করেছেন
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ