মহান বিজয় দিবসে মুন্সীগঞ্জ সদর উপজেলা জামায়াতের বিজয় র‍্যালি অনুষ্ঠিত


মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আয়োজিত এ র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু ইউসুফ।

 

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু ইউসুফ বলেন, স্বাধীনতার এত বছর পরও বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে পারেননি। তিনি বলেন, অন্যায়-অবিচার, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ প্রতিষ্ঠাই হওয়া উচিত বিজয় দিবসের মূল অঙ্গীকার। বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে সত্য, ন্যায় ও ইনসাফের পথে এগিয়ে যাওয়ার শপথ নিতে হবে। মুক্তিযুদ্ধ আমাদের অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার শিক্ষা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এ বিজয় দিবসে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক আবু ইউসুফ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মো. আক্তার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মো. আরশাদ আলী ঢালী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ মোকছিদুর রহমান, ডা. ইব্রাহিম দেওয়ান, সদর উপজেলা আমির মো. নুরুল আমিন সিকদার, মুন্সীগঞ্জ পৌরসভার আমির এইচ এম বায়েজীদ, মিরকাদিম পৌরসভার আমির মাওলানা মুহাম্মদ গোলাম জিলানীসহ মো. মজনু দেওয়ান, উজ্জল হোসেন এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় জামায়াতে ইসলামের বিপুলসংখ্যক কর্মী ও সমর্থক র‍্যালি ও সমাবেশে অংশ নেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ