অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৬:১৭
জামালপুরের বকশীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বকশীগঞ্জ উপজেলার নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি সূচিত হয়। পরে কুচকাওয়াজ, ডিসপ্লে, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিভিন্ন কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা, অফিসার ইনচার্জ মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী ও বীর মুক্তিযোদ্ধা পরিমল সাহা। এছাড়াও জামালপুর জেলার ইসলামপুর উপজেলা ও দেওয়ানগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ