অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৬:১৩
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব এর পক্ষ থেকে আজ ১৬ই ডিসেম্বর (মঙ্গলবার)সকাল ৬ টার সময় মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন । পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধে শহীদ সকল মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিছুর রহমান রলিন,মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা কাজী বিপ্লব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ লিটন মাহমুদ, রুপা হোসেন, নাসিমা আক্তার রিতা, রাজ মল্লিক,সাজ্জাদ হোসেন, মোঃ শাহিন । এ সময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ