অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৫:৪৪
সুদানে ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসকে ফোন করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফোনালাপে তিনি নিহত শান্তিরক্ষীদের মৃত্যুতে মর্মাহত হওয়ার কথা জানান এবং বাংলাদেশ সরকারের প্রতি সংহতি প্রকাশ করেন।
আন্তোনিও গুতেরেস বলেন, তিনি গভীর শোক জানাতেই ফোন করেছেন এবং এই ক্ষতিতে তিনি অত্যন্ত ব্যথিত। তিনি প্রফেসর ইউনুসকে অনুরোধ করেন, যেন নিহত শান্তিরক্ষীদের পরিবারের কাছে তাঁর সমবেদনা পৌঁছে দেওয়া হয়।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশ শান্তিরক্ষীদের এই ক্ষতিতে গভীরভাবে দুঃখিত। তিনি আহত শান্তিরক্ষীদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
জবাবে জাতিসংঘ মহাসচিব জানান, আহত শান্তিরক্ষীদের সুদানের একটি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসাসুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হচ্ছে।
ফোনালাপে প্রফেসর ইউনুস জাতিসংঘ মহাসচিবের গত রমজানে বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন। এ সময় বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন নিয়েও আলোচনা হয়। প্রফেসর ইউনুস গুতেরেসকে আশ্বস্ত করেন, সরকার আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
আন্তোনিও গুতেরেস বাংলাদেশের আসন্ন নির্বাচনের সফলতা নিয়ে আস্থা প্রকাশ করেন এবং এ বিষয়ে জাতিসংঘের সমর্থন অব্যাহত থাকার কথাও জানান।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ