অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৫:২৩
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর শীর্ষ জুলাইযোদ্ধাদের অনেকের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ প্রেক্ষাপটে যাদের প্রতি ‘হাই থ্রেট’ রয়েছে, তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে পুলিশ।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলার তদন্তসংক্রান্ত সর্বশেষ অগ্রগতি তুলে ধরে এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, হাজার হাজার জুলাইযোদ্ধার নিরাপত্তা ব্যক্তি পর্যায়ে আলাদাভাবে নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে ওসমান হাদির মতো যারা সরাসরি নিরাপত্তা ঝুঁকিতে আছেন বা ‘গান পয়েন্টে’ রয়েছেন, তাদের ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু একজন জুলাইযোদ্ধা হাদিই নন, দেশে লক্ষাধিক জুলাইযোদ্ধা রয়েছেন। তাদের সবার নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তবে যাদের ক্ষেত্রে উচ্চমাত্রার হুমকি রয়েছে, তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। ইমিগ্রেশন ডেটাবেইস অনুযায়ী তারা এখনো দেশ ছাড়েনি। তিনি আরও জানান, হামলার পর সীমান্ত পারাপারে সহায়তার সঙ্গে জড়িত এমন দুজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এ ঘটনায় এখনো মামলা হয়নি বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, পরিবারের সদস্যরা বর্তমানে আহত হাদির চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় মামলা করা সম্ভব হয়নি। তবে আজ পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হামলার ঘটনায় এ পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক। অপর দুজন অবৈধভাবে সীমান্ত পারাপারের সঙ্গে যুক্ত। তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে জিজ্ঞাসাবাদ চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছে ডিএমপি।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ