অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০১:০৭
রাজধানীর উত্তরা এলাকায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত একটি মানববন্ধন শেষে ফেরার পথে ওই দুই ব্যক্তি হামলার শিকার হন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহতদের মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উত্তরা ৬ নম্বর সেক্টরের ইউএসবি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
খবর পেয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ