যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবস।


আজ ১১ ডিসেম্বর। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আর বিভীষিকাময় অবরুদ্ধ জীবনের পর ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় নদীবেষ্টিত জেলা মুন্সিগঞ্জ। জেলার বিভিন্ন স্থানে সম্মুখযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের একের পর এক সফল অপারেশনের ফলে সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্প থেকে ১১ ডিসেম্বর ভোরে হানাদার বাহিনী লেজ গুটিয়ে মুন্সিগঞ্জ শহর ছেড়ে পালায়। গা-ঢাকা দেয় পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকাররাও। ৯ মাসের নিস্তব্ধতা ভেঙে মুন্সীগঞ্জের আকাশে উড়ে বিজয় কেতন। মুক্তি বাহিনী ও জনতার আনন্দ মিছিলে মুখরিত হয় মুন্সীগঞ্জের পথ-প্রান্তর। বৃহস্পতিবার নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিনটি। দিনটি উপলক্ষে সকাল নয়টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শহিদদের স্মরণে পুষ্প স্তবক অর্পণ করে জেলা প্রশাসন সৈয়দা নুরমহল আশরাফী। জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পরে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড, সরকারি হরগঙ্গা কলেজ, প্রেসিডেন্ট প্র. ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সিগঞ্জ পৌরসভা, মুন্সিগঞ্জ প্রেসক্লাব, এভিজেএম স্কুলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সভাপতিত্বে। উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ