অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৭:৫০
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর মশাল মিছিল করেন নমিনেশন বাতিলের দাবিতে বিকেল থেকে বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মী আস্তে থাকে সন্ধ্যার পর মশাল নিয়ে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন আহমেদের সমর্থকেরা। এতে মুন্সিগঞ্জ ও মিরকাদিম পৌরসভার ১৮টি ওয়ার্ড ও সদর উপজেলার ৯টি ইউনিয়নের হাজারো নেতা–কর্মী অংশ নেন।
৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৩৬টি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামানকে মুন্সিগঞ্জ–৩ আসনে মনোনয়ন দেওয়া হয়।
এখানে মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন। মনোনয়ন ঘোষণার পর থেকে তাঁর সমর্থকেরা প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধসহ বিক্ষোভ করে আসছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আজ বিকালের পর থেকে জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হন মহিউদ্দিন আহমেদের সমর্থকেরা। বেলা সাড়ে ৫ দিকে পুরো সড়কে যান চলাচল হয়ে যায়। নেতা–কর্মীরা মশাল নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। সুপার মার্কেট থেকে কাচারি হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন
বিক্ষোভকারী নেতা–কর্মীদের অভিযোগ, দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে জেলায় বিএনপিকে সংগঠিত করে রেখেছে মহিউদ্দিন আহমেদ আমাদের মামলা হামলা ও আহতদের চিকিৎসা ক্ষতিপূরণ সবকিছু দেখেছেন মহিউদ্দিন আহমেদ
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ