ছাত্রশিবির নেতার বাবাকে গুলি করে হত্যা


চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তদের গুলিতে নুরুল ইসলাম (৫৫) নামে সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরী পুকুর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রমজান আলী সিকদার পাড়ার মৃত আলী আহমদের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক ছিলেন। তার ছেলে শফিকুল ইসলাম ইসলামী ছাত্রশিবিরের বড়হাতিয়া ইউনিয়ন শাখার দায়িত্বে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে যাত্রী আনতে বের হয়ে গন্তব্যের পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি রাস্তার পাশে পড়ে থাকেন। পরে স্থানীয়রা উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পিঠের বাম পাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।


নিহতের ছেলে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ফজরের আজানের আগে গুলির শব্দ শুনেছেন এলাকাবাসী। আমার বাবার শরীর ও অটোরিকশাতে গুলির চিহ্ন রয়েছে। বড়হাতিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক জানান, নুরুল ইসলাম একজন ভালো মানুষ ছিলেন। তিনি রাতেও যাত্রী নিয়ে গাড়ি চালাতেন। তার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি আবদুল জলিল বলেন, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। মরদেহ থানার হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া চলমান। হত্যাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ