অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৬:০৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনের কমিউনিস্ট পার্টির প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন কাস্তে মার্কায় ভোট প্রার্থনা করে মঙ্গলবার বিকেলে শহরের ওয়্যারলেস বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও যানবাহনচালকদের হাতে প্রচারপত্র বিতরণ করে কাস্তে মার্কায় সমর্থন চান। গণসংযোগে জেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড সুধাংশু সাহা, জেলা কমিটির সদস্য কমরেড ডা. শ্যামল চন্দ্র ঘোষ, শিক্ষক নেতা মোঃ মোশতাক আহম্মেদ, কৃষক নেতা আশিষ কুমার সরকার ও তুষার মজুমদার উপস্থিত ছিলেন। গণসংযোগকালে প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের বেকারত্ব, শ্রম শোষণ ও সম্পদের অসম বণ্টন দূর হয়নি। তরুণ-যুবকদের কর্মসংস্থান সৃষ্টি কিংবা শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কোনো সরকারই কার্যকর পদক্ষেপ নেয়নি। এ পরিস্থিতি বদলাতে কমিউনিস্ট পার্টির বিকল্প নেই।” তিনি আরও বলেন, “চাঁদপুর-৩ এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা আমাদের রয়েছে। জনগণ কাস্তে মার্কায় ভোট দিলে সংসদে কর্মসংস্থানমুখী উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হবে। জনগণকে দীর্ঘদিনের প্রতারণা থেকে মুক্ত করতে এবার কাস্তে মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।”
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ