গভীর রাতে ৩০০ ফিটে ভয়াবহ দুর্ঘটনা


রাজধানী ঢাকার ৩০০ ফিট সড়কে বসুন্ধরা গেটের সামনে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সঠিক সংখ্যা বা কেউ নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত করতে পারেননি উদ্ধারকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জের কাঞ্চন থেকে রাজধানীর কুড়িল অভিমুখে আসার পথে দুই গাড়ির চালকদের বেপরোয়া গতির কারণে সংঘর্ষটি ঘটে। সংঘর্ষের প্রভাবে পিকআপ ও প্রাইভেটকার দুটোই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালকসহ উপস্থিত যাত্রীরা ঘটনাস্থলেই আহত হন। পরে স্থানীয়রা ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দল আহতদের দ্রুত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়। ঘটনার পর সড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ