অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৬:০৯
জলবায়ু পরিবর্তন, ফসল উৎপাদন এবং বাজার ব্যবস্থাপনার সাথে জড়িত বিভিন্ন দপ্তর সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৯ ই ডিসেম্বর) জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি শীর্ষক প্রকল্প এর অর্থায়নে দিনব্যাপী প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য যাতে পান এজন্যই সরকার প্রকল্প গ্রহণ করেছেন। মাঠপর্যায়ে এই প্রকল্পের সফলতা আসবে যদি আমরা সঠিকভাবে মনিটরিং করতে পারি। কৃষিখাতে যাতে মধ্যস্বত্বভোগী তৈরি না হয় সেইদিকে সকলকে সজাগ থাকতে হবে। মুন্সীগঞ্জকে কৃষিখাতে অনেক এগিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসন সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো: হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা জনাব মো. গোলাম মেহেদী হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব এম. এ. জলিল, কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রের প্রধান বিজ্ঞান কর্মকর্তা জনাব নিজাম উদ্দিন আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ, প্রান্তিক কৃষকবৃন্দ এবং কৃষির সাথে সম্পৃক্ত অংশীজনবৃন্দ।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ