আট দলের ঐক্য আরো ‘সুদৃঢ়’, উজ্জীবিত নেতাকর্মী


জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা এবং পাঁচ দাবির পক্ষে জনমত গঠনে বিভাগীয় সমাবেশ কর্মসূচি সফলভাবে শেষ করেছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দল। গত শনিবার সিলেটের সমাবেশের মধ্য দিয়ে ঢাকার বাইরের সাত বিভাগের এই কর্মসূচি সম্পন্ন হয়।

দলীয় নেতাদের মতে, এসব সমাবেশে ব্যাপক লোকসমাগম আট দলের আন্দোলনে নতুন উদ্দীপনা তৈরি করেছে এবং পাঁচ দফা দাবি তৃণমূলে পৌঁছানো আরও সহজ হয়েছে। তাদের বিশ্বাস, এই সমাবেশগুলো অন্য অনেক দলকেও আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ বাড়িয়েছে।

সমাবেশ কর্মসূচি শেষে এখন আট দল আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আসন সমঝোতা ও নতুন কর্মপন্থা নিয়ে আলোচনা করবে। আজ সোমবার লিয়াজোঁ কমিটির বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর জুলাই সনদের আইনি ভিত্তিসহ বিভিন্ন দাবিতে জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত আন্দোলন যুগপৎ কর্মসূচি শুরু করে। পরে জাগপা ও বিডিপি যুক্ত হয়ে আট দল গঠন করে।

৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, চরমোনাই পীর মুফতি রেজাউল করীম, মাওলানা মামুনুল হকসহ আট দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জাতীয় পার্টি ও ‘ফ্যাসিবাদের সহযোগীদের’ কার্যক্রম নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই এসব সমাবেশ করা হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, বিভাগীয় সমাবেশ আট দলের ঐক্যকে আরও সুদৃঢ় করেছে এবং দাবিগুলোর ন্যায্যতা তৃণমূলে প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়েছে। তাঁর ভাষায়, “এটি কেবল আট দলের বিজয় নয়; ১৮ কোটি মানুষের বিজয়।”

 
 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ