অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৬:২৮
মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত এ আয়োজনে শীতের আমেজে বাঙালির ঐতিহ্যবাহী পিঠাপুলি আর সাংস্কৃতিক পরিবেশনায় জমে ওঠে শিল্পকলা প্রাঙ্গণ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এসময় তিনি এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক শিকড়ের সাথে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাসির উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, নারী উদ্যোক্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পিঠা উৎসবের বিভিন্ন স্টলে উপস্থাপিত হয় বাঙালির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যবাহী নানা প্রকার পিঠাপুলি। অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখে স্থানীয় উদ্যোক্তাদের সৃজনশীলতা ও স্বাদের বৈচিত্র্যের প্রশংসা করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিল্পকলা প্রাঙ্গণে পরিবেশিত হয় একটি পথনাটক। কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে সচেতনতামূলক নাটিকাটি দর্শকদের মনোযোগ কাড়ে এবং তরুণ প্রজন্মের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে উৎসাহ জোগায়।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই পিঠা উৎসব তরুণদের অংশগ্রহণে আরও প্রাণবন্ত হয়ে ওঠে, যা মুন্সীগঞ্জে শীতের দিনে সাংস্কৃতিক আনন্দকে আরও রঙিন করে তোলে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ