মোবাইল খাতে বৈষম্যমূলক NEIR বাস্তবায়নের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি


বৈষম্যমূলক NEIR (National Equipment Identity Register) বাস্তবায়নের প্রতিবাদে দেশের মোবাইল ব্যবসায়ীরা আজ রবিবার (৭ ডিসেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন। এ সময় ব্যবসায়ীরা বিটিআরসি ভবন ঘেরাও ও আগারগাঁও–মিরপুর সড়ক অবরোধ করেন।

ব্যবসায়ীরা জানান, গত এক মাস ধরে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে শান্তিপূর্ণভাবে দাবি জানানোর পরও কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি। তাদের অভিযোগ—বর্তমান NEIR কাঠামো বৈধ আমদানকারীদের সুযোগ সংকুচিত করে মাত্র কয়েকটি কোম্পানিকে সুবিধা দেবে, ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা চরম ক্ষতির মুখে পড়বে। এর ফলে দেশের প্রায় ২৫ হাজার ব্যবসায়ী এবং ২০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে বলে তারা দাবি করেন।

তারা বলেন, সরকারের সিদ্ধান্তের বিরোধিতা নয়—বরং NEIR বাস্তবায়নের যৌক্তিক সংস্কারই তাদের মূল দাবি। ব্যবসায়ীরা জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে জানান—এ ব্যবস্থার বর্তমান নকশা কার্যকর হলে চরম ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ ভোক্তারা।

ব্যবসায়ীদের সংক্ষিপ্ত ন্যায্য দাবিসমূহ

মুক্ত বাণিজ্য নিশ্চিত করতে আমদানিকারকদের ওপর আরোপিত স্থানীয় প্রস্তুতকারকদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তির নিয়ম বাতিল।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর আরোপিত ৫৭% শুল্ক কমিয়ে ১৫% নির্ধারণ এবং বৈষম্যমূলক শুল্কনীতি বাতিল।
NEIR বাস্তবায়নে বেসরকারি অর্থায়ন বাতিল করে সরকারের নিজস্ব অর্থায়ন নিশ্চিত করা।
বাজারে মজুদ থাকা সব অবিক্রীত বৈধ মোবাইল বিক্রির সুযোগ বা প্রয়োজনীয় সময় প্রদান।
NEIR কার্যকর করার আগে গ্রাহক–বিক্রেতা পর্যায়ে ডেমো/টিউটোরিয়াল প্রকাশ এবং অন্তত ৬ মাস পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা
BTRC-এর ভেন্ডর এনলিস্টমেন্ট প্রক্রিয়া সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত করা।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ