কর্মসূচি স্থগিত করলেন প্রাথমিক শিক্ষকরা, রোববার থেকে শুরু বার্ষিক পরীক্ষা


সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। শনিবার (৬ ডিসেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দফা দাবির ন্যায্যতা তুলে ধরে গত কয়েকদিন ধরে কর্মসূচি পালন করা হলেও শিক্ষার্থীদের ভবিষ্যৎ, মানবিকতা ও নৈতিকতার জায়গা থেকে পরীক্ষা চলাকালীন কর্মবিরতি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) নিয়মিত চলবে। পরীক্ষা শেষ হলে দুই সংগঠনের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে ৩ ডিসেম্বর থেকে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন। তাদের অভিযোগ—১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বেতন–স্কেল নিয়ে আশ্বাস দেওয়া হলেও ২২ দিন পার হলেও কোনও অগ্রগতি হয়নি।

 

শিক্ষকদের তিন দফা দাবি

১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার প্রক্রিয়ায় আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি।
২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের জটিলতা দূর করা।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

শিক্ষকরা জানিয়েছেন, দাবি বাস্তবায়নে আশানুরূপ অগ্রগতি না হলে পরীক্ষা শেষে তারা পরবর্তী কঠোর কর্মসূচিতে যেতে পারেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ