উত্তাল মুন্সীগঞ্জ: প্রার্থী পরিবর্তনের দাবিতে ফখরুল ও মনোনীত প্রার্থীর কুশপুত্তলিকা দাহ


মুন্সীগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান রতনকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করার পর মুন্সীগঞ্জ শহর বিক্ষোভে উওাল মুন্সীগঞ্জ শহর। বিক্ষুব্ধ তৃণমূল বিএনপির মহিউদ্দিন সমর্থকরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও বিএনপি ঘোষিত প্রার্থীর কুশপুত্তলিকা দাহ করেছে। বৃহস্পতিবার (৪ ই ডিসেম্বর) বিকালে বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন প্রকাশের পরপরই সম্ভাব্য প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদের সমর্থকেরা রাস্তায় নেমে আসেন। কয়েকটি পয়েন্টে বিক্ষোভ, টায়ার জ্বালানো এবং সড়ক অবরোধের পর পুরো শহর উত্তপ্ত হয়ে ওঠে।

বিক্ষোভে অংশ গ্রহনকারীরা জানায়, মহিউদ্দিন দীর্ঘদিন ধরে সদর ও গজারিয়া অঞ্চলে বিএনপির সংগঠন শক্তিশালী করতে সক্রিয় ছিলেন। জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনকালেও তিনি তৃণমূলে প্রভাব বিস্তার করেছেন। আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক পুনর্গঠন ও স্থানীয় নেতাকর্মী ঐক্যবদ্ধ করতে তার ভূমিকা রয়েছে বলে সমর্থকদের দাবি।

মনোনয়নে রতনের নাম প্রকাশিত হওয়ার পরই সুপার মার্কেট এলাকা এবং হাটলক্ষীগঞ্জে মহিউদ্দিনের সমর্থকেরা মিছিল বের করেন। “তৃণমূলের মতামত নিতে হবে”, “মহিউদ্দিনকে মনোনয়ন দাও” ইত্যাদি স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। বেশ কয়েকটি স্থানে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ করেন। এতে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তাদের দাবি, মাঠে যে গ্রহণযোগ্যতা মহিউদ্দিন তৈরি করেছেন, তা মূল্যায়ন করা হলে প্রার্থী হওয়া উচিত ছিল তারই।

এদিকে বিক্ষোভকারীরা বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কামরুজ্জামান রতনের কুপুত্তলিকা দাহ করেন। তারা অবিলম্বে এ মনোনয়ন প্রত্যাহার করে মহিউদ্দিন আহমেদকে প্রার্থী ঘোষণার দাবি জানায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিপুল সংখ্যক মহিউদ্দিন সমর্থক রাস্তা অবরোধ করে মির্জা ফখরুল বিরোধী স্লোগান দিচ্ছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি ফোর্স মোতায়েন করেছে। জেলা বিএনপি কার্যালয়ের সামনে সন্ধ্যার পর উত্তেজনা আরও বাড়লে সিনিয়র নেতারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেন।

রতনের সমর্থকেরা জানিয়েছেন, কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত এবং সবাইকে নির্বাচনী মাঠে দলীয় ঐক্য বজায় রেখে কাজ করতে হবে। তবে বিক্ষোভকারীদের দাবি, তৃণমূলকে উপেক্ষা করলে নির্বাচনী মাঠে বিভক্তি তৈরি হবে।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা কিছুটা কমলেও শহরজুড়ে চাপা ক্ষোভ বিরাজ করছে। মহিউদ্দিনের সমর্থকেরা জানিয়েছেন, আগামীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে কিনা তা আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে।


 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ