অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ১১:২২
নর্দান ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় রিইউনিয়ন ও এজিএম ২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সবুজে ঘেরা মনোরম বসন্ত বিলাস রিসোর্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ইইই বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং পরিবারবর্গের প্রাণবন্ত অংশগ্রহণে রিসোর্ট প্রাঙ্গণ উৎসবে মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে বিভাগীয় প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের কমিটির সভাপতি মোঃ বায়েজিদ প্রধান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ সাদি, সহ-সভাপতি এস. এম. তারেকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হুদা এবং কোষাধ্যক্ষ ইমরান হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দিনের বিভিন্ন আয়োজন সঞ্চালনা করেন মোশারফ আদনান। রিইউনিয়নে সিনিয়র-জুনিয়র ও সহপাঠীদের পুনর্মিলন, আড্ডা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফটোসেশনসহ নানা আয়োজন ছিল। একে অপরের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ার আনন্দে পুরো রিসোর্টপ্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ও উপদেষ্টা প্যানেল অনুমোদন করা হয়। উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, “এই রিইউনিয়ন শুধু স্মৃতি রোমন্থন নয়; বরং ব্যাচমেটদের বন্ধন আরও সুদৃঢ় করার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।” রিইউনিয়নের অংশগ্রহণকারীরা জানান, এ আয়োজন তাদের জীবনের স্মৃতিময় দিনগুলোর একটি হয়ে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরণের সুন্দর মিলনমেলা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ