আসামে মসজিদের মাইকে মানুষ ডেকে ডুবন্তগাড়ির ৭ হিন্দুযাত্রীর জীবন বাঁচালেন ইমাম


আসামের একজন মসজিদের ইমামকে নায়ক হিসেবে প্রশংসা করা হচ্ছে। তিনি ফজরের সময় মসজিদের মাইক ব্যবহার করে পুরো গ্রামবাসীকে ডেকে জড়ো করেন। যার ফলে ডুবে যাওয়া গাড়িতে আটকে পড়া সাতজন মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে।



মঙ্গলবার ভোরে শ্রীভূমি জেলায় এই ঘটনাটি ঘটে। এসময় একটি গাড়ি জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি পুকুরে পড়ে যায়। যাত্রীরা ঘুমন্ত ছিলেন, গাড়ির জানালা বন্ধ ছিল এবং গাড়িটি দ্রুত ডুবে যেতে শুরু করেছিল।


ভোরবেলার নীরবতার মধ্যে একটি বিকট শব্দ শুনে ইমাম আব্দুল বাসিদ তড়িঘড়ি বাইরে আসেন এবং পানির নিচে গাড়ির হেডলাইট জ্বলতে দেখেন। বিপদ বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে মসজিদের লাউডস্পীকার ব্যবহার করে গ্রামবাসীকে ডাক দেন এবং জরুরি সাহায্যের জন্য অনুরোধ জানান।



বাসিদ বলেন, "আমি পানির নিচে গাড়ির আলো দেখতে পাই এবং বুঝতে পারি যে আমাদের অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।"কয়েক মিনিটের মধ্যেই আশেপাশের বাসিন্দারা পুকুরে ছুটে আসেন, ঠান্ডা পানিতে ঝাঁপ দেন, গাড়ির জানালা ভেঙে দেন এবং গাড়িটি পুরোপুরি ডুবে যাওয়ার আগেই সাতজন যাত্রীকে টেনে বের করে আনেন। উদ্ধার হওয়া যাত্রীরা হিন্দু সম্প্রদায়ের এবং তাঁরা শিলচর থেকে ত্রিপুরা যাচ্ছিলেন।



বাসিদের দ্রুত চিন্তাভাবনার প্রশংসা করেছেন স্থানীয় আলেম মাওলানা আব্দুল হাফিজ। তিনি বলেন, "এটি মানবতার এক সত্যিকারের বার্তা।"বাসিদ বলেন, তিনি সহজাতভাবে কাজটি করেছেন। তিনি বলেন, "আমরা ধর্ম বা অন্য কিছু নিয়ে ভাবিনি। অগ্রাধিকার ছিল জীবন বাঁচানো।"এই উদ্ধারকাজ এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। স্থানীয় বিজেপি নেতা ইকবাল বাসিদের সঙ্গে


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ