অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৩:২৬
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্চয় পাটোয়ার স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করেছে সদর উপজেলা বিএনপি।
২ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী ডালি স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়—
গত ২৪/০৮/২০২৫ তারিখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়। পরবর্তীতে তিনি ২৩/০৯/২০২৫ তারিখে ক্ষমা প্রার্থনা করে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেন।
চিঠিতে আরও জানানো হয়, তিনি দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তার আবেদন বিচার-বিশ্লেষণ করা হয়েছে। দলের প্রতি আনুগত্য, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি এবং ভবিষ্যতে অসদাচরণ থেকে বিরত থাকার অঙ্গীকারের ভিত্তিতে তার ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
সাংগঠনিক পদ ফিরে পাওয়ায় তালহা ফারুকী সঞ্চয় পাটোয়ার সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ডালি এবং নেতা শেখ ফরিদ আহমেদ মানিকসহ দলের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় তিনি বলেন,
“সংগঠনকে আরও গতিশীল করতে এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ