অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৫:৪০
মুন্সীগঞ্জে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দৈনিক *রূপালী বাংলাদেশ*। বুধবার বেলা ১২টায় মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাকক্ষে সরকারি হরগঙ্গা কলেজ ও মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে কেক কেটে অনুষ্ঠানটির সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—দৈনিক টারমিগাম সম্পাদক ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মুহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. রহমতুল্লাহ দেওয়ান, প্রচার সম্পাদক মো. শাহ আলম, কার্যনির্বাহী সদস্য মো. মাসুদ হাসান খান এবং সাংবাদিক রাসেল আহমেদ। আলোচনা পর্বে বক্তারা দৈনিক *রূপালী বাংলাদেশ*-এর অগ্রগতি, সমৃদ্ধ ভবিষ্যৎ এবং মানসম্মত সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে কেক কেটে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ