অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৪:৪৪
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের আসন্ন ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটোয়ারী। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি সমবায় সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন—
সাবেক পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ, ফরিদগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক মামুনুর রশিদ (মনা), উপজেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি সালেহ আহমদ কবিরাজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পাটোয়ারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়াজী, বিএনপি নেতা মো. আমির হোসেন, মানিকুর রহমান মানিকসহ আরও অনেকে।
নির্বাচনী সময়সূচি অনুযায়ী—
মনোনয়নপত্র বিতরণ শেষ তারিখ: ২৬-১১-২০২৫
মনোনয়ন দাখিল: ১-১২-২০২৫
যাচাই–বাছাই: ২-১২-২০২৫
প্রার্থিতা প্রত্যাহার: ১৪-১২-২০২৫
প্রতীক বরাদ্দ: ১৫-১২-২০২৫
ভোট গ্রহণ ও ফল প্রকাশ: ২৩-১২-২০২৫
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ