সরিষাবাড়ীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও  শোভাযাত্রা


শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার ৩ সেপ্টেম্বর দুপুর ১২টায়  সরিষাবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।  শোভাযাত্রাটি পৌরসভার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।
 
এর আগে কেন্দ্রীয় বাস টার্মিনালে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে  ও সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সভাপতি একেএম ফয়জুল কবির তালুকদার শাহীন।
 
 উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল, সহ-সভাপতি মামুনুর রশিদ ফকির, নাজমুল ইসলাম নাজু, সাংগঠনিক সম্পাদক লাভিব উদ্দিন তালুকদার লিটন, দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল, সহ-দপ্তর সম্পাদক সনজিৎ মিত্র, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলিম সবুজ, সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ মিনহাজসহ বিভিন্ন ইউনিয়নের  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ