বিপিএলে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস, ছয় দল নিয়েই অনুষ্ঠিত হচ্ছে ১২তম আসর


শেষ মুহূর্তে পরিবর্তন এলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। এবারের আসরে নতুন দল হিসেবে যুক্ত হলো নোয়াখালী। ফলে পাঁচ নয়, ছয় দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ১২তম সংস্করণ।


বিপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছে যে, নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’ টুর্নামেন্টে অংশ নেবে। দলটির মালিকানা দেশ ট্রাভেলসের। অংশগ্রহণকারী সব দলকে আগামী ২৭ নভেম্বরের মধ্যে ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। নতুন দল যুক্ত হওয়ায় এবারের আসরে মোট ছয়টি দল থাকবে। অন্যান্য দলগুলো হলো— রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং রয়েলস। আগে তিন দফা পিছিয়ে যাওয়া বিপিএলের নিলাম (অকশন) অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। এবার প্লেয়ার্স ড্রাফটের পরিবর্তে অকশন পদ্ধতিতে খেলোয়াড় বাছাই করা হবে। টুর্নামেন্টের সিলেট পর্ব শুরু হওয়ার কথা ১৯ ডিসেম্বর, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি


 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ