অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৩:১৪
নারায়ণগঞ্জের আড়াইহাজার-বিশন্দদী সড়কে গভীর রাতে টহলরত সিএনজিচালিত অটোরিকশাকে সাধারণ যাত্রীবাহী গাড়ি ভেবে হানা দেয় একদল ডাকাত। ভেতরে পুলিশ সদস্যদের দেখে হতভম্ব হয়ে যায় তারা। শেষ পর্যন্ত পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যায় হামলাকারীরা। রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আড়াইহাজারের জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ডাকাতদের ফেলে যাওয়া একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, এলাকায় ডাকাতি, ছিনতাইসহ অপরাধ দমনে সিএনজি অটোরিকশায় ছদ্মবেশে টহল দিচ্ছিলেন সদস্যরা। জালাকান্দি এলাকায় পৌঁছালে রামদা হাতে কয়েকজন ডাকাত হঠাৎ আক্রমণ চালায়। পরিস্থিতি বুঝে পুলিশ পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। ধস্তাধস্তির এক পর্যায়ে গোপালদী তদন্ত কেন্দ্রের কনস্টেবল মারুফ এক ডাকাতের হাত থেকে রামদাটি ছিনিয়ে নিতে সক্ষম হন। এতে তিনি সামান্য আহত হন।
এরপর পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, টহলগাড়িকে সাধারণ সিএনজি মনে করে ডাকাতরা হামলা চালায়। মুহূর্তেই এএসআই রিপনের নেতৃত্বে পুলিশ সদস্যরা প্রতিরোধ করে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ