ইতালিতে বাংলাদেশিদের ব্যবসা বিস্তৃতি—ভেনিসে মুন্সীগঞ্জের কাজী নয়নের নতুন সেলুন উদ্বোধন


ইতালিতে ক্রমেই বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতায় ভেনিস শহরের মেস্ত্রে এলাকায় উদ্বোধন হলো ‘ভেনেতো হেয়ারস্টাইল দি কাজী’, যা কাজী নয়নের চতুর্থ ব্যবসা উদ্যোগ। ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদনে উঠে এসেছে নয়নের দীর্ঘ পথচলার গল্প। মুন্সীগঞ্জ সদর উপজেলার গনকপাড়ার কাজী নয়ন ২০০৭ সালে ইতালিতে পাড়ি জমান ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে। কিছুদিন অন্যের প্রতিষ্ঠানে কাজ করার পর তিনি সিদ্ধান্ত নেন নিজেই ব্যবসা শুরু করবেন। ভেনিসে তখন বাংলাদেশি মালিকানাধীন সেলুন না থাকায় অতিরিক্ত খরচে লোকজনকে সেলুন সেবা নিতে হতো—এ সুযোগটিকেই কাজে লাগাতে চান নয়ন। নরসুন্দরের কোর্স করে ২০১২ সালে তিনি ভেনিসে প্রথম বাংলাদেশি মালিকানাধীন সেলুন প্রতিষ্ঠা করেন। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার ব্যবসার পরিধিও বাড়তে থাকে। বর্তমানে ভেনিসের মেস্ত্রে ও মারঘেরা এলাকায় তিনটি এবং ইতালির মনফালকোনে একটি—মোট চারটি ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করছেন। এসব প্রতিষ্ঠানে বাংলাদেশি, পাকিস্তানি, মরক্কোসহ বিভিন্ন দেশের প্রায় ১৫ জনের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি রয়েছে নারীদের জন্য আলাদা বিউটি পার্লার, যা পরিচালনা করেন মহিলা কর্মীরা। নতুন সেলুনের উদ্বোধন করেন ভেনিস বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ, ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার। স্থানীয় প্রবাসীরা মনে করেন—সততা, পরিশ্রম ও দক্ষতার কারণে কাজী নয়ন একের পর এক সাফল্য অর্জন করছেন। তাদের মতে, প্রবাসে বাংলাদেশিদের অগ্রগতি মানেই বাংলাদেশের অগ্রগতি।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ