চট্টগ্রামের কদমতলীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট


চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় কম্বল, সোয়েটার ও ফুটবল সামগ্রীর গোডাউন থাকা একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে কদমতলী এলাকার চারতলা বিশিষ্ট একটি বহুতল ভবনে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভবনটির উপরের তলায় একাধিক গোডাউন ছিল, যেখানে কম্বল, সোয়েটার ও ফুটবল সামগ্রী মজুত রাখা হয়েছিল। চট্টগ্রাম ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানিয়েছে, খবর পেয়ে তাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেলা একটার দিকে ভবনের ওপরের তলায় প্রথমে ধোঁয়া দেখা গেলে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। গোডাউনগুলো বন্ধ থাকায় এবং ভবনের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ