অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ১২:২৩
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীতে গোসলে নেমে আপেল মিয়া (১৫) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়। এ ঘটনার পর অনুসন্ধান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেছে রংপুরের ডুবুরি দল।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ নামক স্থানে করতোয়া নদীর চোরাবালি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আপেল মিয়া ওই ইউনিয়নের বোগদহ কলোনি গ্রামের কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে আপেল মিয়া করতোয়া নদীতে গোসল করতে নেমে ডুব দেওয়ার পর নিখোঁজ হয়। তখন তার অন্য বন্ধুরা খোঁজাখুঁজি করার পরও সন্ধান পায়নি। পরে রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হলে, তারা চেষ্টা চালিয়ে আপেল মিয়ার মরদেহ উদ্ধার করেছে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ