অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৪:৩৯
মুন্সীগঞ্জে অভিযান পরিচালনা করে প্রায় ৩৯ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ কোটি ১৫ লক্ষ টাকা। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তির তথ্য সুত্রে জানা যায়, গোপন সূত্রে তথ্য পাওয়ার পর গত রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি টিম মুন্সীগঞ্জের পঞ্চসারের বিনোদপুর এলাকার ডিংগাভাঙ্গা সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেখানে অবস্থিত ৬টি জাল তৈরির কারখানা এবং ২টি গোডাউনে তল্লাশি চালিয়ে ১ কোটি ১১ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত ৬০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। এসব জাল নদী ও সাগরে ব্যবহার করলে মাছের পোনা এবং ছোট মাছ নিধন হয়ে মৎস্যসম্পদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে জব্দ করা এসব অবৈধ জাল ও সুতার রিল সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আরো জানানো হয়, মৎস্যসম্পদ রক্ষায় এমন ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং অবৈধ মাছ ধরার সরঞ্জাম যারা উৎপাদন বা সরবরাহ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মৎস্যশিল্প ও জলজ সম্পদের সুরক্ষায় কোস্ট গার্ডের এই অভিযান অব্যাহত থাকবে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ