অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৭:৫৯
মুন্সীগঞ্জে পৌর এলাকার রাস্তাঘাট সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এসময় দ্রুত সড়ক সংস্কার না হলে হরতাল কর্মসূচি পালনের হুশিয়ারি দেন বক্তারা। শনিবার (২২ শে নভেম্বর) ৫টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে কর্মসূচির সমাপনী বক্তব্যে কমিউনিস্ট পার্টি মুন্সীগঞ্জের সভাপতি শ ম কামাল হোসেন এ কথা বলেন।
তিনি আরো বলেন, শহরের রাস্তাঘাট সুস্থ্য মানুষের চলাচলের অনুপযোগী। মাঝে মধ্যে যখন কোন উপদেষ্টা আসেন তার আগে একটু ইট-সুড়কি দিয়ে রাস্তা সংস্কার করা হয়। কয়েকদিন পরে আবার আগের মতোই হয়ে যায়। আগামী ২০ দিনের মধ্যে স্থায়ীভাবে সড়ক সংস্কারের উদ্যোগ নিতে হবে। নাহলে আমরা জনগণকে নিয়ে হরতাল পালন করবো।
এর আগে বিকাল ৪টার দিকে শহরের সুপারমার্কেট চত্বর এলাকায় সংগঠনটির জেলা শাখার আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি (সিপিবি) মুন্সীগঞ্জের সাবেক সভাপতি হামেদা খাতুন, সাধারণ সম্পাদক নুরে আলম বিপ্লব, সদর উপজেলা শাখার সভাপতি আলী নাসিম, সহ সাধারণ সম্পাদক নাজমা আক্তার ময়না, সম্পাদকমণ্ডলীর সদস্য নাসিরউদ্দিন নাসু প্রমুখ।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ