মুন্সীগঞ্জে ডা. আজিজুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প


মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেশনাল দিঘিরপাড়ে ডা. দেলোয়ার হোসেনের বাড়িতে ডা. আজিজুল হক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় দুই হাজার দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. দেলোয়ার হোসেন। উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু ইউসুফ ফকির।
প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ মো. মজিবুর রহমান সরদার, মো. সাইফুর রহমান, অ্যাডভোকেট জানে আলম প্রিন্স, অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, কাজী আবদুল জব্বার, চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবুসহ অনেকে।

নাক-কান-গলা, চক্ষু, মেডিসিন, অর্থোপেডিক্স, শিশু, গাইনি, সার্জারি ও দন্ত চিকিৎসকসহ বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের সেবা দেন। এ ছাড়াও ৪০ জন ছেলেকে বিনামূল্যে সুন্নতে খতনা এবং লুঙ্গি-পোশাক বিতরণ করা হয়।
 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ