চরাঞ্চলের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হাতপাখায় ভোট দিন: শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন


চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী মতবিনিময় ও গণসংযোগে সাধারণ জনগণের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর ঈদগাহ ফেরিঘাট বাজার, আলুর বাজার, টেকের বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় হাতপাখা মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ করেন তিনি। এর আগে ইউনিয়ন ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল এবং ওয়ার্ড সভাপতি–সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে জুমার পূর্ব পর্যন্ত শহরের পুরান বাজার ১ ও ২ নং ওয়ার্ডেও গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়।

মতবিনিময় ও গণসংযোগকালে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন,
“এই অঞ্চলের মানুষ রাষ্ট্রের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা—কোনোটিই চরাঞ্চলের মানুষের নাগালের মধ্যে নেই। অতীতে যারা দায়িত্বে ছিলেন, তারা নিজেদের স্বার্থে ব্যস্ত থেকেছেন; জনগণের জীবনমানের উন্নয়নে কাজ করেননি।”

তিনি আরও বলেন,
“স্বাধীনতার ৫৪ বছর পার হলেও যারা আপনাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ, তাদের আর ভোট দেওয়া ঠিক নয়। রাষ্ট্রের সম্পদ ও বাজেটের সুষম বণ্টন নিশ্চিত করতে প্রয়োজন ইসলামী শাসনব্যবস্থা। চরাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হাতপাখায় ভোট দিন।”

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন—
চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি কে.এম. ইয়াসিন রাসেদসানী, সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা নাসির উদ্দিন, সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বিন নুরী, সদর উপজেলা সেক্রেটারি ডা. মুজিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আল আমিন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফেজ নেয়ামত উল্লাহ ফরিদ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসাইন, সদর উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি নাসিরুল্লাহ বাহাদুর, শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, ইব্রাহিমপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আবুল বাশার, সেক্রেটারি মোহাম্মদ হারুনুর রশিদ, ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম, ইউনিয়ন ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মায়ান প্রমুখ।

ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দসহ অনেক দায়িত্বশীল ব্যক্তি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ