অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ নভেম্বার ২০২৫, সময়ঃ ১০:৫৪
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি দক্ষিণ পাড়ার মথুরাপাড়া কবরস্থান রোড এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি টিন–কাঠের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্র জানায়, চুলা ও গ্যাস সিলিন্ডার মেরামতের সময় হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ সবকিছু ভস্মীভূত হলেও ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আশপাশের ঘরগুলো রক্ষা পায়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। পুড়ে যাওয়া ঘরটিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন মো. নূর ইসলাম, পিতা হোসেন আলী।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ