শিরোনাম:

আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানালে উন্নয়ন হবে: শেখ ফরিদ আহমেদ মানিক

মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:১১
photo

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ, পথসভা ও মহিলা সমাবেশ করেছেন চাঁদপুর-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে চান্দ্রা ইউনিয়নের জব্বর ঢালি এলাকায় পথসভা শেষে তিনি ১ নং ওয়ার্ডের পাটওয়ারী বাড়ি ঈদগাঁ মাঠ, গাজী বাড়ি, মাঝি বাড়ি, কবিরাজ বাড়ি ও ঢালি বাড়িতে পৃথক মহিলা সমাবেশ করেন। পাশাপাশি তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মাঝে কুশল বিনিময়, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। মহিলা সমাবেশে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।

সমাবেশে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি অসুস্থ রয়েছেন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং পুরুষদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। পাশাপাশি গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ, রাস্তাঘাট, ব্রিজ-কালভাট সংস্কার ও উন্নয়ন করা হবে।”

গণসংযোগে উপস্থিত ছিলেন—
চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন খান আকাশ, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন বেপারী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন সোহাগ, চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েল, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসানসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী।

এছাড়া উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফু মেম্বার, সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম মাস্টার, সহসভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্চয় পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন মিনটু মাঝি, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরু গাজী, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল ঢালি, ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ গাজী, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন গাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গাজী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুদ মিজি, আহ্বায়ক মোহাম্মদ আলী মল্লিক, সদস্য সচিব কাকন মিজি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আউয়াল জমদার, সাবেক সাধারণ সম্পাদক আজাদ বেপারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন মাঝি, স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ গোফরান হোসেন পাটওয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন