অফিস ডেস্ক
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়। মঙ্গলবার (৯ ই ডিসেম্বর) মুন্সীগঞ্জ জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস, মুন্সীগঞ্জ এর সহযোগিতায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
উদ্বোধনী ম্যাচে বিক্রমপুর টংগিবাড়ী সরকারি ডিগ্রি কলেজ এবং সরকারি হরগঙ্গা কলেজ মুখোমুখি হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, তরুণদের মাঝে সুস্থ প্রতিযোগিতা ও নেতৃত্ব এগিয়ে নেবার লক্ষ্যে হওয়া এ আয়োজনে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। ১২টি কলেজের শিক্ষার্থীরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছে।
শিক্ষার্থীদের সরব উপস্থিতি এবং দর্শকদের তুমুল করতালিতে দিনব্যাপী ম্যাচগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে।