শ্রীনগরে ১ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি গ্রেফতার
তুষার আহাম্মেদ- মুন্সীগঞ্জের শ্রীনগরে ১ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন লস্করপুর এলাকার নুরুল ইসলাম নুরুর ছেলে সালাউদ্দিন (৩৪) ও
ঢাকার চক বাজার এলাকার মোঃ আলমগীরের ছেলে রানা (২৫)। গতকাল শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার হাঁসাড়া-বাড়ৈখালী সড়কের লস্করপুর চকেরবাড়ি ব্রিজের উপর থেকে গাঁজা কেনা বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই আপন দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। প্রায় ১ কেজি গাঁজা হস্তান্তরের সময় পুলিশ সালাউদ্দিন ও রানা নামে ২ জনকে হাতে নাতে গ্রেপ্তার করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।