সিরাজদিখানে ৪শ মিটার রাস্তার মাটি ভড়াট কাজের উদ্বোধন!
মোঃ জামাল হোসেন সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখর নগর শেকড় আবাসিক প্রজেক্ট হতে ইছামতী নদীর পাড় প্রকল্পের ৪শ মিটার মাটি ভড়াট রাস্তার কাজের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত কাল শুক্রবার (৯জুলাই) বেলা ১১ টায় দক্ষিণ শেখর নগর শেকড় আবাসিক প্রজেক্ট প্রধান সড়কে ফিতা কেটে এই রাস্তা মাটি ভড়াট কাজের উদ্বোধন করেন। (৪শ) মিটার দৈর্ঘ শেকড় আবাসিক প্রজেক্ট ইছামতী নদীর পাড় প্রকল্পের ২ লক্ষ টাকা বরাদ্দের কাজটি পেয়েছেন শাহ আলম আলমাস, আহ্বায়ক সিরাজদিখাঁন উপজেলা বিকল্পধারা বাংলাদেশ।
রাস্তাটি মাটি ভড়াটের মাধ্যমে উদ্বোধন করায় স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জানব মাহী বি চৌধুরী সংসদ সদস্য মুন্সিগঞ্জ-১কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শেকড় আবাসিক প্রজেক্টের চেয়ারম্যান আনোয়ার হোসেন বেলু, শাহ আলম আলমাস, মিজানুর রহমান চন্দন, অনিল বিশ্বাস, মনিরুজ্জামান পনির, উপজেলা ও ইউনিয়ন বিকল্পধারার অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গগণ।