এম বাদশা মিয়া, ঝিনাইদহ :
ঝিনাইদহের শৈলকুপায় ডাকাতির ঘটনায় ৩ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শৈলকুপা সার্কেল সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলামের দিক নির্দেশনা ও অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমের তদারকিতে ওসি তদন্ত মহাসিন হোসেনের নেতৃত্বে শুক্রবার রাত ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, শৈলকুপা উপজেলার মধুপুর গ্রামের মৃত তোয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪৫), চন্ডিপুর গ্রামের বসীর উদ্দিনের ছেলে বিল্লাল আহম্মেদ (৩৫) ও বারইপাড়া গ্রামের আবেদ মোল্লার ছেলে হাসেম মোল্লা (৩৭)। পুলিশ জানায়, গত জুন মাসের ৯ তারিখ রাতে শৈলকুপা উপজেলার চাঁদপুর ব্রীজের উত্তর পাশে পাট বোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ১০ জনের মধ্যে ৭জনকে গ্রেফতার করে সে সময় আদালতে পাঠানো হয়ে ছিলো। উদ্ধার করা হয়ে ছিলো পাট ভর্তি ট্রাক। ঘটনার সাথে জড়ি আরো ৩ আসামি পলাতক ছিলো।
পলাতক ৩ জনকে জুলাই মাসের ৯ তারিখ শুক্রবার রাতে চন্ডিপুর, বারইপাড়া ও নাটোর জেলার র্যাব ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।