
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ফরিদপুর জেনারেল হাসপাতালে মহানগর স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ অনুষ্ঠিত
ফরিদপুর:
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে করণা আক্রান্ত চিকিৎসাধীন রোগীর আত্মীয় স্বজনদের মধ্যে খাবার বিতরণ করেছে ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দল।
আজ দুপুর ১২ টায় হাসপাতালে চিকিৎসাধীন রােগীর স্বজনদের মাঝে দুপুরের খাবার বিতরণ করে তারা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হােসেন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক অ্যাডভােকেট হাবিবুর রহমান হাফিজ।
ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসানুর রহমান মৃধার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ ইয়াদ তন্ময়, যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুদ, মাহফুজুর রহমান সবুজ, সাইফুল ইসলাম টিপু, সাজ্জাদ হােসেন বাবু, মাে. আরিফ হােসেন, জাহিদুল ইসলাম, মাে. ইয়াকুব প্রমুখ।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হােসেন জুয়েল এসময় বলেন, করােনা মহামারীর সময়ে চলমান লকডাউনে চিকিৎসা নিতে আসা রােগীদের অসহায় স্বজনদের কষ্ট লাঘবের উদ্দেশ্যে এই খাবার বিতরণ করা হচ্ছে। আমরা ইতিপূর্বেও অসহায় মানুষের পাশে ছিলাম। আগামীতেও থাকবাে ইনশাআল্লাহ। তিনি সমাজের সামর্থবান মানুষদের প্রতি বর্তমান এই সময়ে অসহায় মানুষের পাশে দাড়ানাের উদাত্ত আহ্বান জানান।
