
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
কমলগঞ্জে করোনা প্রতিরোধ কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির বিশেষ আলোচনা সভা (৮জুলাই) বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় করোনার প্রতিরোধে মাস্ক ব্যবহার ও সরকারী বিধিনিষেধ মানার ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য গুরুত্বারোপ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকেব সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
