লৌহজংয়ে র্যাবের অভিযানে নগদ টাকাসহ ১১ জন জুয়ারি আট
তুষার আহাম্মেদ- লৌহজংয়ে র্যাবের অভিযানে নগদ টাকাসহ ১১ জন জুয়ারি আটক করা হয়েছে । গত মঙ্গলবার রাত সারে ১০ টার দিকে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দায় অভিযান চালিয়ে জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৩৭,০০০ টাকাসহ ১১ জন ব্যক্তিকে আটক করে র্যাব-১১,সিপিসি-০১। আটককৃত হলেন গোয়ালিমান্দার মোঃ রিপন (৪৫), মোহাম্মদ মঈনউদ্দীন (২৭), মোঃ বাবুল (৪০) মোহাম্মদ আজমগীর (২৫),মোঃ এনামুল(৪৫) মোহাম্মদ সাইফুল (৩৫) মোহাম্মদ আবীর (২৫) মোহাম্মদ মোয়াজ্জেম (৫০) খড়িয়ার মোঃ আলাউদ্দিন (৩০), মোঃ মাসুদ (৪৫), ঢাকার সাভারের মোঃ সোহেল (২৮), এবং অভিযানের সময় অজ্ঞাত কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ব্যাপারে লৌহজং থানায় উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।