টাঙ্গাইলে করোনায় নতুন আক্রান্ত ২৭৭জন, মৃত্যু ৬জ
কোরবান আলী তালুকদার:
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৫৪২টি নমুনা পরীক্ষায় ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় ৪জন ও উপসর্গ নিয়ে আরো ২ জনসহ মোট ৬জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৩২১জনে।
বুধবার (৭ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস জানান, ঢাকায় পাঠানো গতকালের নমুনা থেকে প্রাপ্ত ফলাফলে নতুন করে আরো ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৩২১জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৬৯ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ১৩৯জন। আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে এবং নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।