রংপুরের বদরগঞ্জে মাদক বিরোধি অভিযানে ২৫ পিচ ইয়াবাসহ মোঃ জাহাঙ্গীর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ সদস্যরা। জানা যায়, গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের বদরগঞ্জ থানার গোপালপুর ইউনিয়নের ময়নাকুড়ি এলাকাতে অভিযান চালিয়ে মোঃ জাহাঙ্গীর (৩০) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
গ্রেফতারকৃত মোঃ জাহাঙ্গীর বদরগঞ্জ থানার গোপালপুর ইউনিয়নের বসরাজপুর সাত ভাই পাড়ার আব্দুল হাকের ছেলে। সে দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত ছিলো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর জেল হাজতে তাকে পাঠানো হয় বলে জানা যায়।